সরকারী সিদ্ধান্ত মোতাবেক স্বদেশ ইসলামী লাইফের প্রধান কার্যালয় সহ সকল সার্ভিস সেল, জোনাল অফিস, সাংগঠনিক অফিস সমূহে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকাল ১০.০০ টা হতে বিকেল ৫.০০ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে ।
Our Achievement

Awards

Our Star

Swadesh Star

Frequently Ask Question

জাতীয় উন্নয়নে বীমার প্রয়োজনীয়তা

 

  • ১। বীমা বিনিয়োগের জন্য তহবিল সৃষ্টি করে।
  • ২। প্রবাসীদের নিকট বীমা সেবা প্রদান করে।
  • ৩। বেকারত্ব দূর করে।
  • ৪। মূলধন সৃষ্টি করে।
  • ৫। সামাজিক নিরাপত্তা সৃষ্টি করে।
  • ৬। নতুন শিল্পের বিকাশ ঘটায়।

জীবন বীমায় স্বদেশ লাইফ কেনো সেরা?

সচ্ছতা এবং সততা 

বীমা করলে কি কি সুবিধা?

  • ১। বীমা গ্রাহকের অনাকাঙ্কিত মৃত্যু হলে আর বীমাগ্রাহক যদি পরিবারের একমাত্র অবলম্বন হয় তাহলে বীমাকারীর পরিবার আকষ্মিক অর্থ কষ্ট হতে মুক্তি পাবে।
  • ২। বীমাগ্রাহকের যদি কোনো ঋন থাকে তাহলে বীমার মাধ্যমে ঋন পরিশোধ করতে পারবে।
  • ৩। বীমাগ্রাহক ভবিষ্যত আর্থিক চিন্তা থেকে মুক্তি পাবে। সরকার অনুমোধিত বিনিয়োগ বিধায় আয়কর রেয়াতের সুবিধা পাবে।
  • ৪। মেয়াদ শেষে বীমাগ্রাহকের আয় দিয়ে বড় লক্ষ্য অর্জন করতে পারবে।
  • ৫। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। বীমাকারী ও বীমাগ্রহীতা পরষ্পর আইনসম্মতভাবে পরষ্পরের প্রতি দায়বদ্ধ।
  • ৬। ব্যক্তিগত ও পারিবারিক ঝুকি গ্রহনের নিশ্চয়তা প্রধান করে । ৭। বিনিয়োগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।

বীমা কেন প্রয়োজন?

  • ব্যক্তি ও পরিবারে জন্য জীবন বীমার প্রয়োজনীয়তাঃ
  •  
  • ১। বীমা আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করে।
  • ২। ঝুঁকি ও ক্ষতি বন্টন করে।
  • ৩। দক্ষতা  বৃদ্ধি পায়।
  • ৪। ব্যক্তিগত আর্থিক উন্নতি সাধিত হয়।
  • ৫। সঞ্চয় গড়ে তোলে।
  • ৬। সন্তানদের বিবাহ ও লেখাপড়ার খরচ বহনে সহায়তা করে।
  • ৭। দেনাপাওনা পরিশোধে সহায়তা করে।
  • ৮। বীমা বৃদ্ধ বয়সের আর্থিক অবলম্বন।
  • জাতীয় উন্নয়নে বীমার প্রয়োজনীয়তাঃ
  •  
  • ১। বীমা বিনিয়োগের জন্য তহবিল সৃষ্টি করে।
  • ২। প্রবাসীদের নিকট বীমা সেবা প্রদান করে।
  • ৩। বেকারত্ব দূর করে।
  • ৪। মূলধন সৃষ্টি করে।
  • ৫। সামাজিক নিরাপত্তা সৃষ্টি করে।
  • ৬। নতুন শিল্পের বিকাশ ঘটায়।




Logo