Monthly Saving Microinsurance (Plan-15)

মাসিক সঞ্চয়ী ক্ষুদ্র বীমা পরিকল্প
Monthly Saving Microinsurance (Plan-15)
এই পরিকল্প চালু করার মুখ্য উদ্দেশ্য বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের স্বল্প আয় বিশিষ্ট জনগোষ্ঠিকে বীমার আওতায় এনে সঞ্চয়ে উদদ্ধ করা ও আর্থিক নিরাপত্তা বেষ্ঠনীতে সংযুক্ত করা । যাহা সঠিক ভিত্তিতে অল্প পরিমান প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমার স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে বীমা সুবিধা দেয়া ।

বৈশিষ্ট:
১। এই বীমা ১৮ হাতে ৪৫ বছর বয়সে বীমা করা যাবে ।
২। ৪৫ বছর বয়সে, মেয়াদ ১৫ বছরের বেশী হবে না।
৩। বীমা অংক ১০০০০০/ টাকা পর্যন্ত ।

সুবিধাসমূহ :
১। মেয়াদ শেষে গ্রাহক লাভসহ বীমাকৃত টাকা পাবেন ।
২। যদি বীমা মেয়াদের মধ্যে গ্রাহক মৃত্যুবরণ করেন এবং বীমা চালু থাকে, তবে মনোনীতক লাভসহ, বীমাকৃত টাকা পাবেন।
৩। প্রিমিয়াম প্রদান পদ্ধতি ও মাসিক, তবে গ্রাহক ইচ্ছা করলে ত্রৈমাসিক, ষন্মাসিক ও বার্ষিকপদ্ধতিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন

প্রতি ১০০০ (এক হাজার) টাকা বীমা অংকের জন্য বার্ষিক প্রিমিয়াম নিম্নরূপঃ
Bima Duration
Year




Logo