Pension Plan (Plan - 5)

নিশ্চয়তায়তাসহ পেনশন বীমা পরিকল্প
Assurance cum Pension Plan


অফুরন্ত কর্ম ক্ষমতা ও জীবনী শক্তির অধিকারী মানুষ একদিন বার্ধক্য ভারে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে । এ সময় উপার্জন করার শারিরীক ওমানসিক ক্ষমতা হারিয়ে ফেলি আমরা। কিন্তু জীবন থেমে থাকে না, এই সময় জীবন যাপনের খরচ আরও বেড়ে যায়। এ অবস্থায় বৃদ্ধ বয়সেএই সব মানুষেরা অন্যের বোঝা হয়ে জীবন ধারন করতে হয় যা খুবই কষ্টদায়ক। বৃদ্ধ বয়সে মানুষের জীবন চলার পথকে সহজ স্বাচ্ন্দময়করতে ও পরনির্ভরশীলতা অবমাননা হতে রক্ষা করতে স্বদেশ ইসলামী লাইফ ইন্যুরেন্স কোম্পানী লিঃ চালু করছে পেনশন বীমা।
  • এই পরিকল্পে অবসর কালিন সময় থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট হারে পেনশন দেয়া হয়।
  • পেনশন শুরুর পূর্বে বা পেনশন শুরুর পরে।
  • বীমা এরহীতার মৃত্যু হলে মনোনীতক এককালীন পাবেন বার্ষিক পেনশনের ১০ গুন।
  • নির্ধারিত বার্ষিক পেনশন ত্রৈমাসিক কিন্তিতে প্রদান।
  • প্রিমিয়াম প্রদান, পদ্ধতি বার্ষিক, তবে ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতেও নেয়া হয়।
  • ষান্মাসিক প্রিমিয়াম কিন্তি = বার্ষিক প্রিমিয়াম  ০.৫২৫ ।
  • ত্রৈমাসিক প্রিমিয়াম কিস্তি= বার্ষিক প্রিমিয়াম  ০.২৭৫।
  • মাসিক প্রিমিয়াম কিন্তি = বার্ষিক প্রিমিয়াম ০.০৯২৫ অতিরিক্ত প্রিমিয়াম (যদি প্রযোজ্য হয়) বার্ষিক পেনশনের দশগুন বীমা অংক নির্ধারণ করে হিসাব করতে হবে ।
মনে করা যাক, ২০ বছর বয়সের কোন এক ব্যক্তি ৫০ বছর বয়সে। অর্থাৎ পলিসি নেয়ার ৩০ বছর পর অবসর গ্রহণ করবেন এবং তখন তিনি বার্ষিক ১২,০০০/- টাকা হিসেবে পেনশন সুবিধা ভোগ করবেন। এমন ধরনের একটি পেনশন বীমার প্রিমিয়াম হার ও সুবিধাবলী দেখানো হলো-

প্রতি ১০০০ টাকার বার্ষিক পেনশনের প্রিমিয়াম = ১৩৫.৫০ টাকা, অতএব সে হিসেবে বার্ষিক পেনশন ১২০০০/- টাকার বার্ষিক প্রিমিয়াম=১৩৫.৫০ x ১২= ১৬২৬ টাকা ৩০ বছরে প্রিমিয়াম জমা করবেন মোট ১৬২৬ x ৩০= ৪৮৭৮০ টাকা। ৫০ বছর পূর্তির পর থেকে বীমা গ্রহীতা আমরণ পেনশন পেতে থাকবেন বার্ষিক ১২,০০০ টাকা হারে। গ্যারান্টিযুক্ত দশ বছরে কমপক্ষে তিনি পাবেন। (১২০০০ x ১০) ১,২০,০০০ টাকা এবং পেনশন শুরুর পূর্বে অকাল মৃত্যুতে (আল্লাহ না করুক) নমিনি পাবেন ১,২০,০০০টাকা ।

প্রতি ১০০০ (এক হাজার) টাকা বীমা অংকের জন্য এককালীন প্রিমিয়াম নিম্নবূপঃ
Bima Duration
Year 50 51 52 53 54 55 56 57 58 59 60
20 135.5 124.9 115.4 106.8 99.1 92.1 85.9 80.3 75.2 70.7 66.6
21 146.1 134.5 124 114.6 106.2 98.5 91.7 85.6 80 75.1 70.7
22 157.9 145.1 133.6 123.2 113.9 105.6 98.1 91.3 85.3 79.9 75.1
23 170.9 156.7 144 132.7 122.4 113.3 105.1 97.7 91.9 85.2 79.9
24 185.3 169.6 155.6 143.1 131.8 121.7 112.7 104.6 97.4 91 85.2
25 201.3 183.9 168.4 154.5 142.1 131.1 121.1 112.3 104.4 97.3 91
26 219.2 199.8 182.6 167.2 153.5 141.3 130.4 120.7 112 104.2 97.3
27 239.1 217.5 198.3 181.3 166.2 152.7 140.6 129.9 120.3 111.8 104.2
28 261.4 237.3 215.9 197 180.1 165.2 151.9 140.1 129.5 120.2 111.8
29 286.5 259.4 235.5 214.4 195.7 179.1 164.4 151.3 139.7 129.4 120.2
30 314.8 284.3 257.4 233.8 213 194.5 178.2 163.7 150.9 139.5 129.4
31 344.8 312.4 282.1 255.6 232.3 211.7 193.5 177.5 163.2 150.7 139.5
32 378.8 342.1 310 280.1 253.9 230.9 210.6 192.8 177 163 150.7
33 417.4 375.8 339.5 307.8 278.3 252.4 229.7 209.8 192.2 176.7 163.1
34 461.7 414.2 373 337.1 305.7 276.6 251.1 228.8 209.2 192 176.8
35 512.6 458 411 370.3 384.8 303.9 275.1 250.1 228.1 208.9 192
36 571.7 508.5 454.5 408 367.7 332.8 302.3 274 249.3 227.8 209
37 640.9 567.1 504.5 451.1 405.1 365.4 331 300.9 273.1 248.9 227.8
38 722.9 635.7 562.5 500.7 447.9 402.6 363.4 329.5 300 272.7 249
39 821 716.9 630.6 558.3 497.1 445 400.3 361.7 328.4 299.4 272.6
40 940.6 814.1 711 625.6 554.2 493.8 442.3 398.3 360.4 327.7 299.3
41 1088.4 932.4 807.3 705.3 620.9 550.3 490.7 440 396.7 359.5 327.4
42 1276 1078.9 924.4 800.6 699.7 616.4 546.7 488 438.1 395.6 359.1
43 1520.9 1264.6 1069.4 916.5 794.1 694.4 612.2 543.5 485.7 436.7 395
44 1853 1506.9 1253.1 1060 908.8 787.8 689.4 608.3 540.7 483.9 435.8
45 2327.8 1835.5 1492.8 1241.7 1050.6 901.2 781.1 684.8 604.8 538.4 482.6
46 2305.2 1817.8 1478.7 1230.3 1041.5 893.9 776.1 680.5 601.9 536.6
47 2282.2 1799.9 1464.5 1219 1032.5 886.9 770.8 676.7 599.5
48 2258.9 1781.9 1454.4 1207.9 1023.9 880.4 766.1 673.5
49 2235.4 1763.9 1436.5 1197.1 1015.6 874.3 761.8
50 2211.7 1746 1422.7 1186.6 1007.9 868.7
51 2188 1728.2 1409.3 1176.7 1000.7
52 2164.3 1710.7 1396.4 1167.3
53 2140.9 1693.7 1384.1
54 2117.9 1677.3
55 2095.4




Logo